আজ মহান মে দিবয পালিত হচছে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। এই মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটের শ্রমিকেরা আট ঘন্টা দাবিকে জীবন উৎসর্গ করেছিলেন। এই দিনে তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে শ্রমিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে শারা বিশ্বে মে দিবয পালিত হচছে। মহান দিবস উপলক্ষে শ্রমিক মালিক ঐক্য গড়ে তোলার লক্ষ্যে পালিত হচছে