1. live@vhorertv24.online : ভোরের টিভি ২৪ : ভোরের টিভি ২৪
  2. info@www.vhorertv24.online : ভোরের টিভি ২৪ :
শনিবার, ১০ মে ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন

নওয়াপাড়ায় তালিকা ভুক্ত মাদক ব্যাবসায়ীরা ধরা ছোঁয়ার বাইরে

এস এম বাবু
  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

শিল্প ও বাণিজ্য শহর নওয়াপাড়ায় বিভিন্ন স্থানে দেদারসে চলছে মাদকের ব্যবসা দেখার কেউ নেই। যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে যুব সমাজ। তালিকাভুক্ত চিহ্নিত সন্ত্রাসী মাদক ব্যবসায়ীরা ধরাছোঁয়ার বাইরে। অনেকেই সন্ত্রাসীর শিকার হন। এদের বিরুদ্ধে কেউ ভয়ে কথা বলতে পারে না। মাদক  বিক্রেতা সহযোগিতা করা অপিয়ন আক্ট ১৯৫৭ও১৯৭৮ এক্সসাইজ  এক্ট ১৯ (৯) ধারা ডেঞ্জারেস  ড্রাগ এক্ট   ১৯৩২বাতিল  করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন১৯৯০ প্রণয়ন করা হয়। এই আইনের। ৯  (১)ধারা  অনুযায়ী   মাদকদ্রব্য প্রক্রিয়াজাতকরণ ব্যবহার সম্পূর্ণ   নিষিদ্ধ । এ আইনের  লঙ্ঘন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান  রয়েছে।  তবুও থেমে থাকিনি এ ব্যাবসায়া অনেকেই প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে  এ ব্যবসা চালিয়ে যাচ্ছে। অভিভাবকেরা শঙ্কার মধ্যে রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!