পেয়াজকৃষকের ক্ষেতে পেয়াজ নাম মূল্যে বিক্রি করে ক্ষেতের পেয়াজ শেষ । এখন ব্যবসায়ী নামধারী মুনাফা লোভী কতিপয় অসাধু ব্যাবসায়ীরা ইতি মধ্য পেয়াজ মজুদ করতে বেপরোয়া হয়ে উঠেছে। ইতি মধ্যে কেউ কেউ কোটি কোটি টাকার পেয়াজ মজুদ করছে এবং মজুদ প্রক্রিয়া চলমান রয়েছে। গত কয়েক দিনের থেকে পেয়াজের দাম। কেজি তে ১৫/২০ টাকাহারে বেড়ে গেছে এ নিয়ে কারো কোন মাথা ব্যাথা নেই এখনই মজুদদার দের বিরুদ্ধে রুখে দিতে না পারলে আবারো পেয়াজের দাম বেড়ে যাবে দ্বিগুণ বলে মনে করেন সচেতন মহল